Terms & Conditions

ক্যাপ্টেন ট্যুরিজম বিডি-র সেবা ব্যবহারে, আপনি আমাদের বুকিং নীতি, সময়মতো অর্থ প্রদান, এবং ভ্রমণকালে শৃঙ্খলাপূর্ণ আচরণ মেনে চলতে সম্মত। বাতিলকরণ ও ফেরতের শর্তাবলী আমাদের নীতিমালা অনুযায়ী প্রযোজ্য। ভ্রমণ রুট, সময়সূচি ও মূল্য পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। নিরাপত্তা নির্দেশিকা মেনে চলা বাধ্যতামূলক।

শিপ বুকিংয়ের জন্য পুরো পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে ভুলবশত আংশিক পেমেন্ট হয়ে গেলে অবশ্যই বাকি টাকা পরিশোধ করার পরই বুকিং কনফার্ম হবে। অন্যথায়, এটি বুকিং ক্যানসেল হিসেবে গণ্য হবে।

Your Question